Can't found in the image content. চুয়াডাঙ্গার জীবননগরে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪ |

EN

চুয়াডাঙ্গার জীবননগরে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, জুলাই ২৪, ২০২২

চুয়াডাঙ্গার জীবননগরে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত
চুয়াডাঙ্গার জীবননগরে বয়লার বিস্ফোরণে ফয়সাল হোসেন নামে (২২) এক শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১২ টার দিকে জীবননগর উপজেলার পিয়ারাতলা নামক স্থানে মা-বাবা এগ্রো ফুডে এ ঘটনা ঘটেছে। নিহত ফয়সাল হোসেন জীবননগর উপজেলার লক্ষীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং মা-বাবা এগ্রো ফুডের শ্রমিক।

প্রত্যক্ষদর্শী  রাকিব হাসান জানান, ফয়সাল হোসেন আজ রোববার বেলা ১২ টার দিকে মা-বাবা এগ্রো ফুডের পুরাতন একটি বয়লারে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ করেই বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরিত বয়লারের আঘাতে ফয়সাল হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামে বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।