Can't found in the image content. রণবীরের কাণ্ডে যা বললেন দীপিকা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

রণবীরের কাণ্ডে যা বললেন দীপিকা

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, জুলাই ২৩, ২০২২

রণবীরের কাণ্ডে যা বললেন দীপিকা

ছবি: সংগৃহীত

নগ্ন হয়ে ফটোশুট করে রাতারাতি গোটা বলিউডের ঘুম কেড়ে নিলেন রণবীর সিং। অনেকেই নায়কেরএই কীর্তিকে খুব একটা পছন্দ করেননি। বরং এই ফটোশুট করার জন্য রণবীরকে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ। তবে এসবে একেবারেই পাত্তা দেন না রণবীর সিং। এমনকী, রণবীরের এমন ফটোশুট দেখে বেশ উচ্ছ্বসিত রণবীর ঘরণি দীপিকা পাড়ুকোনও। সূত্রের খবর অনুযায়ী, দীপিকা আগে থেকেই জানতেন রণবীরের এমন ফটোশুটের কথা। এমনকী, দীপিকার এক ঘনিষ্ঠ বন্ধু সংবাদমাধ্যমে জানিয়েছেন, এমনরূপে রণবীরকে দেখে বেশ উচ্ছ্বসিত দীপিকাও। লোকে কী বলছে, তা নিয়ে কোনও মাথা ব্যথা নেই অভিনেত্রীর।
রণবীর সিং। ‘লার্জার দ্যান লাইফ’। বলিউডের এই নায়ক কখন কী করেন বলা মুশকিল। 

সবচেয়ে বেশি চমক যে তার পোশাকে, তা বলাই বাহুল্য।

কখনও ধোপদুরস্ত, কখনও একেবারেই বিদঘুটে পোশাকে তিনি অনায়াসে হাজির হয়ে যান সকলের সামনে। কিন্তু এবার আর সে সবের ধার ধারেননি তিনি। এবার রণবীরকে দেখা গেল বিনা সুতোয়। ‘পেপার ম্যাগাজিনে’র জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশুট করলেন তিনি। স্বাভাবিক ভাবেই ছবিগুলি ছড়িয়ে পড়েছে নেট ভুবনে। নিজের এহেন অবতার নিয়ে কথা বলতে গিয়ে রণবীর জানিয়েছেন, সকলের সামনে নগ্ন হতে তার বিন্দুমাত্র অসুবিধে হয় না। বলিউডের কোনও প্রথম সারির অভিনেতার এহেন সাহসিকতা সচরাচর চোখে পড়ে না। স্বাভাবিক ভাবেই ভাইরাল ছবিগুলি প্রশংসার পাশাপাশি নিন্দাও পেয়েছে। অনেকের মত, স্রেফ চমক দিতেই এভাবে নগ্ন হলেন রণবীর। তবে বরাবরের মতোই রণবীর রয়েছেন ‘কুল’।