ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ |

EN

যৌতুকের লোভে স্ত্রীকে পাশবিক নির্যাতন, সন্তানকে ছুড়ে মারলেন বাবা

কুষ্টিয়া প্রতিনিধি | আপডেট: শনিবার, জুলাই ২৩, ২০২২

যৌতুকের লোভে স্ত্রীকে পাশবিক নির্যাতন, সন্তানকে ছুড়ে মারলেন বাবা

প্রতীকী ছবি

কুষ্টিয়া কুমারখালীতে সাবেক স্ত্রীকে ফেরাতে ও যৌতুকের লোভে শারমিন আক্তার (২৯) নামের একজনকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে যৌতুক লোভী স্বামীর বিরুদ্ধে। এছাড়াও ৬ মাসের বাচ্চাকে ছুড়ে মেরেছেন লোভী বাবা। 

গত বৃহস্পতিবার রাতে উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের ইসলামপুর গ্ৰামে এঘটনা ঘটেছে। যৌতুক লোভী স্বামী মো. আমিরুল ইসলাম ওই গ্রামের রহমান শেখের ছেলে।

ঘটনার শিকার শারমিন আক্তার (২৯) জানায়, দুই বছর হলো আমাদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে আমার স্বামী প্রায় ৮ লক্ষ টাকা নিছে। এখন আবার নতুন করে টাকা চাইচ্ছে এবং আমার স্বামীর আগের বৌ ছিল'  সেই বৌ কে আবার ফিরে আনতে আমার উপর নির্যাতন করেছে। সন্তানকে ছুড়ে মেরেছে। 

তিনি আরও জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘরের দরজা আটকিয়ে প্রচন্ড পরিমানে মারধর করে আমাকে। আমার শরীরে রড দিয়ে পিটিয়ে জখম করে। আমার চিৎকারে এলাকাবাসী গ্ৰাম পুলিশকে খবর দিলে গ্ৰাম পুলিশ আমাকে উদ্ধার করে আমার বোনের বাড়িতে নিয়ে যায়। এখন কুমারখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার  একাধিক ব্যক্তি জানান, আমিরুল ইসলাম তিনটি বিয়ে করছে, প্রতিটা বউকে মারধর করে তাড়িয়ে দেয়। আমিরুল মানুষ হিসেবে ভালো লোক না।

অভিযুক্ত আমিরুল ইসলাম বলেন, আইনগত যতো ব্যবস্থা আছে আমার বিরুদ্ধে নিতে পারে। যা খুশি তাই হোক। আমি কোন কিছুই পরোয়ানা করিনা।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।