ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২

ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে  বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলী বের করা হয়।

রেলি শেষে বিকেল সাড়ে ৩টায় উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডা.জাকির হোসেন এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.রইস উদ্দিন খাঁন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিমা আক্তার জাহান,উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুর পান্না প্রমুখ।

সভা শেষে শ্রেষ্ট পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মোকাদ্দেসুর রহমান,শ্রেষ্ট পরিবার কল্যান সহকারী হিসেবে উম্মে কুলসুম,শ্রেষ্ট উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে হাসান মুনতাসির,শ্রেষ্ট পরিবার পরিকল্পনা পরিদর্শিকা হিসেবে সালেহা খাতুন,শ্রেষ্ট পরিবার কল্যান কেন্দ্র হিসেবে খয়েরবাড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে দৌলতপুর ইউনিয়ন পরিষদকে সন্মামনা ক্রেষ্ট প্রদান করা হয়।