দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তৃতীয় ধাপে ২২৮টি পরিবারে মাঝে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে আশ্রায়ন প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ২২৮টি জমি ও ঘর আনুষ্ঠানিকভাবে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় হস্তান্তর করা হয়।
ভিডিও কনফারান্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ধাপে সারাদেশে আশ্রায়ন প্রকল্পের জমি ও ঘর একযোগে হস্তান্তর উদ্বোধন করেন।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ মাহমুদ আলম লিটন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছাঃ শামীমা আক্তার জাহান।
এসময় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাফিউল ইসলামসহ ৭টি ইউনিয়নের চেয়ারম্যানগন,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী,সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।