Can't found in the image content. বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ: শিক্ষামন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ: শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২

বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। আগামীতে যেন বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা না হয় সে জন্যই লোডশেডিং। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়েই জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে ও দাম বৃদ্ধি পেয়েছে। ফলে সারা বিশ্বেই সমস্যা হচ্ছে। তবে এটা নিয়ে কোনো গুজব ছড়ানো যাবে না এবং কেউ গুজব ছড়ালে সেদিকে খেয়াল রাখতে হবে। 


বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সামাজিক সংগঠন অগ্রসর এই অনুষ্ঠানের আয়োজন করে।


শিক্ষামন্ত্রী বলেন, পদ্মা-মেঘনা ও যমুনার চরাঞ্চলে যেখানে সৌরবিদ্যুত ঠিক মতো ব্যবহার করা যায় না, আমরা সেখানেও নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ পোঁছে দিয়েছি। তাই লোডশেডিংসহ যেকোনো বিষয় নিয়ে কোনো গুজবে কান দেওয়া যাবে না। 


একটি মহল সাম্প্রদায়িক উস্কানি দিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনার দেশে কেউ অন্য ধর্মের মানুষের ওপর হামলা করবে, সাম্প্রদায়িক উস্কানি দেবে, এটা মেনে নেওয়া হবে না। একজন হিন্দু বা অন্য ‍ধর্মের মানুষের ওপর কেউ হামলা চালাবে এটা দেখে আমি একজন মুসলিম হিসেবে চুপ থাকব না, এটার প্রতিবাদ করব এবং করতে হবে। 


শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ থেকে শুরু করে সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আমি মাত্র ৩ ঘণ্টার মধ্যে ঢাকা থেকে রায়গঞ্জে চলে আসলাম। এইযে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এটা কিন্তু শেখ হাসিনার অবদান। মা-বোনেরা এবং গ্রামের মুরুব্বিরা হাতের কাছেই কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা পাচ্ছেন এটাও শেখ হাসিনার অবদান। 


শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন থেকে ক্ষমতায় এসেছেন তখন থেকেই আবার মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে নতুন রূপ পেয়েছে। শেখ হাসিনা এক কথার মানুষ, তিনি যেটা বলেন সেটা করে দেখান। পদ্মা সেতু তার জ্বলন্ত উদাহরণ। 


পদ্মা সেতু আমাদের শুধু অর্জন নয়, এটা আমাদের অস্তিত্বের লড়াই উল্লেখ করে দীপু মনি বলেন, যারা বলেছিলেন পদ্মা সেতু হবে না, তারা আজ কোনো কথা বলেন না। শেখ হাসিনা তাদেরকে দেখিয়ে দিয়েছেন পদ্মা সেতু কীভাবে করতে হয়।