Can't found in the image content. আয়োজন করে কমিউনিটি সেন্টারে ‌‘পাবজি টুর্নামেন্ট’, আটক ১০৮ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫ |

EN

আয়োজন করে কমিউনিটি সেন্টারে ‌‘পাবজি টুর্নামেন্ট’, আটক ১০৮

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, জুলাই ২০, ২০২২

আয়োজন করে কমিউনিটি সেন্টারে ‌‘পাবজি টুর্নামেন্ট’, আটক ১০৮
চুয়াডাঙ্গায় আয়োজন করে নিষিদ্ধ মোবাইল গেমস পাবজি প্রতিযোগিতায় অংশ নেওয়ায় ১০৮ জনকে আটক করেছে পুলিশ।  

বুধবার (২০ জুলাই) দুপুরে শহরতলীর দৌলতদিয়াড় এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়। তারা ঢাকা, নারায়ণগঞ্জ ও কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে পাবজি টুর্নামেন্টে অংশ নিতে চুয়াডাঙ্গায় আসে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ জুলাই) রাতে দেশের বিভিন্ন জেলা থেকে চুয়াডাঙ্গায় আসে শতাধিক কিশোর ও যুবক। শহরতললীর দৌলতদিয়াড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে রাতভর পাবজি প্রতিযোগিতায় অংশ নেয়। খবর পেয়ে সকালে ওই কমিউনিটি সেন্টারে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এ সময় ১০৮ কিশোর যুবককে আটক করা হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া কিশোর-যুবকরা জানায়, অনলাইনের মাধ্যমে আমন্ত্রণ পেয়ে চুয়াডাঙ্গায় খেলতে আসেন। সেখানে ১৯টা খেলোয়াড় গ্রুপ অংশ নেয়। প্রতি গ্রুপে চার জন করে সদস্য ছিল। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে পাবজি খেলে। খেলায় বিজয়ীদের ট্রফি উপহার দেওয়া হয়। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, আটককৃতরা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। তাদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রতিযোগিতায় অর্থ লেনদেন করেছে। তারা সরাসরি জুয়া না খেললেও নিজেদের মধ্যে অর্থ আদান-প্রদান করে। 

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান, বয়স বিবেচনায় তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এদিকে, আটকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া ও সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম। ২৪ জনকে দুই দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৭৮ জনের বয়স পূর্ণ না হওয়ায় তাদের ব্যাপারে যাচাই-বাছাই চলছে। বাকি ছয় আয়োজকদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।