যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩০ হাজার আমেরিকান (ইউএস) ডলার সহ জেরিন সুলতানা (৩৮) নামে এক মহিলা পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাঞ্জেজার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে যশোর ৪৯ বিজিবি আইসিপি ক্যাম্পের সদস্যরা।
আটক জেরিন ঢাকার দেনডাবর আশুলিয়া সাভার এলাকার নাজিম উদ্দিনের মেয়ে।
৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারত থেকে এক মহিলা যাত্রী বিপুল পরিমাণ ইউএস ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন গোপন খবরে, বেনাপোল চেকপোস্ট এলাকায় টহল জোরদার করা হয়। পরে, আইসিপি ক্যাম্পের একটি টহলদল প্যাঞ্জেজার টার্মিনালের সামনে থেকে অভিযানে চালিয়ে ভারত থেকে আসা ওই মহিলা যাত্রীকে আটক পূর্বক ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ৩০ হাজার ইউএস ডলার জব্দ করে।
আটকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবি।