ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

সিলেটে ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মীকে বেঁধে ২৪ লাখ টাকা লুট

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৪, ২০২১

সিলেটে ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মীকে বেঁধে ২৪ লাখ টাকা লুট
সিলেটের ওসমানীনগর থানার শেরপুর বাজারস্থ ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের বুথ থেকে ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

রবিবার দিবাগত রাতে (১৩ সেপ্টেম্বর) ডাকাতরা সিকিউরিটি গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে বুথের টাকার লকার ভেঙে টাকা লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে ডিবি পুলিশ ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থল পরির্দশন করে। এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, শেরপুর নতুন বাজারের ইউনুছ ম্যানশনের নিচতলায় অবস্থিত ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের বুথের পাহারাদার জাকারিয়াকে (২৩) অস্ত্রের মুখে বেঁধে ডাকাতির ঘটনাটি ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, বুথে ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশের একাধিক ইউনিট কাজ করে যাচ্ছে। একইসঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।