লক্ষ্মীপুরের সদর উপজেলাধীন দিঘলী ইউনিয়ন উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন খাঁন (ঘোড়া প্রতীক) নির্বাচনী প্রচার -প্রচারনা, মাইকিং, পোষ্টার ছিঁড়ে ফেলা, হুমকি -ধামকি ঘটনা ঘটেছে।
শুক্র,শনিবার দিঘলী ইউনিয়নে প্রচার প্রচরণা গন সংযোগে এ ঘটনা ঘটে।
পরে আলতাফ হোসেনের সমর্থকরা এসে বিক্ষোভ করে ও দোষীদের শাস্তি কামনা করে।
এ বিষয়ে ১৭ জুন ২০২২ লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাচন কমিশনার বরাবর প্রতিকার চেয়ে নৌকার প্রার্থী সালা উদ্দিন জাবেদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন খাঁন।
অভিযোগে সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১০ টায় নৌকার সমর্থক কর্মীরা,এবং শনিবার সন্ধ্যায় দিকে মোটরসাইকেল ও সিএনজি দিয়ে ১০- ২০ জনের একটি দল এসে অতর্কিতভাবে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের নির্বাচনী ব্যানার পোস্টারে ছিঁড়ে ফেলছে, প্রচার মাইকিং এ বাঁধা সৃষ্টি করছে, প্রার্থী আলতাফকে নির্বাচন থেকে সরে দাড়াতে হুমকি ধামকী দিচ্ছে।
আলতাফ হোসেন খাঁন অভিযোগ করে বলেন, আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন ঘোড়া প্রতীকে ভোট না দিতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্র না যাওয়ার হুমকি ধামকী দিয়ে আসছে । এছাড়াও বিভিন্ন সময় আমার নির্বাচনী কাজে নিয়োজিত কর্মীদের হুমকি ধামকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন জানিয়েছেন লিখিত অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর লিখিত কোন অভিযোগ পায়নি।