Can't found in the image content. যেটা দেখছেন সেটা সিনেমার বাজেট না : বর্ষা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

যেটা দেখছেন সেটা সিনেমার বাজেট না : বর্ষা

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, জুলাই ১৮, ২০২২

যেটা দেখছেন সেটা সিনেমার বাজেট না : বর্ষা

ছবি- সংগৃহীত

ঢাকাই সিনেমার সুন্দরী নায়িকা বর্ষা। ক্যারিয়ারের প্রতিটি সিনেমায় চিত্রনায়ক অনন্ত জলিলের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি। এই তারকা দম্পতির মুক্তিপ্রাপ্ত সবশেষ সিনেমা ‘দিন দ্য ডে।’

শত কোটি বাজেটের এই সিনেমাটি মুক্তির আগে থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে। মুক্তির পর সিনেমাটি নিয়ে আলোচনা-সমালোচনা দুই-ই হচ্ছে।

বর্ষা বলেন, ‘আপনারা স্ক্রিনে যেটা দেখতে পারছেন, সেটা কিন্তু সিনেমার বাজেট না। যেদিন থেকে ওই সিনেমাটির জন্য মিটিংয়ে বসা হয়, লোকেশন দেখতে যাওয়া হয়, এমনকি প্রচারণার খরচ সব মিলিয়েই কিন্তু বাজেট। যারা এই পেশার সঙ্গে যুক্ত আছেন তারা বুঝতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ২০-২৫ দিন শুটিং করা হয়েছে, আমরা শুধু সেই অংশটুকুর খরচ দিয়েছি। এর আগে ইরান থেকে একটি টিম প্রি-প্ল্যান করতে এসেছিল সেই খরচগুলো আমাদের। আর বাকি সব খরচ তো ইরান করেছে।’

আক্ষেপের সুরে বর্ষা বলেন, ‘আমি দেখছি, সিনেমা রিলিজ করার পর থেকেই ব্যক্তিগত বিষয়ে বেশি আক্রমণ করা হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে সিনেমার যে গল্পকে হাইলাইট করি। আপনারা তো সবসময় নারীবাদী বিষয়কে হাইলাইট করেন। সারাজীবন দেখে এসেছেন, হিরো এসে হিরোইনকে বাঁচায়। কিন্তু এই সিনেমায় বিরতির পর যখন আমি হিরোইন হিসেবে হিরোকে বাঁচালাম, অ্যাকশন করলাম, ফাইট করলাম এই বিষয়টা তো মানুষের চোখে পড়া উচিত। কোথাও তো দেখছি না, এই বিষয়টা আপনারা তুলে ধরছেন। তাহলে নারীবাদীটা কোথায়? আমরা মেয়েরা যে এত কষ্ট করি, এটার সাপোর্টটা কোথায়? সিনেমাটি যেভাবে নির্মিত হয়েছে, প্রযুক্তিকে যেভাবে তুলে ধরেছি, যে দেশপ্রেম দেখিয়েছি, দেশের সরকারকে, দেশের পুলিশকে উপস্থাপন করেছি। বিদেশের মানুষের মুখ থেকে স্বীকার করিয়েছি আমাদের দেশ এত ভালো, আমাদের সরকার এত ভালো।’

প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন দ্য ডে।’ সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক।