শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষারের প্রধানমন্ত্রীর উপহারের হিসাবে চলতি নির্মিত আশ্রায়ণ প্রকল্পের ঘর ও বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করেনন জেলা প্রশাসক পারভেজ হাসান।
বৃহস্পতিবার তিনি আশ্রায়ন প্রকল্পের ঘর ও উপজেলা নির্বাহী অফিসারের অফিস পরিদর্শন করে পরে সাব-রেজিষ্টার অফিস ও উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস ও ভেদরগঞ্জ থানা কর্মকর্তার অফিস পরিদর্শণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন , উপজেলা সহকারী কমিশনার ভুমি শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা সাব রেজিষ্টার কর্মকর্তা(মেজিস্ট্রেট) আরিফুর রহমান ও কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।