ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

মদনে শিক্ষানবীশ তরুণ আইনজীবি হত্যার আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

আব্দুল আওয়াল (মদন) নেত্রকোনা | আপডেট: বুধবার, জুলাই ১৩, ২০২২

মদনে শিক্ষানবীশ তরুণ আইনজীবি হত্যার আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন
নেত্রকোনার মদনে শিক্ষানবীশ তরুণ আইনজীবি হাফিজুল হক চৌধুরীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে বুধবার প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ৭ জুলাই প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হাফিজুল হক চৌধুরীকে হত্যা করা হলেও অদ্যাবধি কোন আসামী গ্রেফতার হয়নি। ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান তারা। 

মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা পালিশ চৌধুরী, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি দেওয়ান রানা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জাকির হোসেন, প্রভাষক নূরে আলম সিদ্দিকী, হেল্পিং সোসাইটির সভাপতি সানোয়ার হোসাইন, সাবেক সভাপতি আল আমিন, নিহতের পিতা এমদাদুল হক চৌধুরী, মাতা সাবেক ভাইস চেয়ারম্যান স্বপ্না বেগম চৌধুরী, ভাই মাফিছুল হক চৌধুরী প্রমূখ। মানববন্ধন শেষে স্বরাষ্ট্র মন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি ইউএনও মাধ্যমে প্রেরণ করা হয়।