ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

ট্রেনের ছাদ থেকে পড়ে ছয় টুকরা কিশোর

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, জুলাই ১১, ২০২২

ট্রেনের ছাদ থেকে পড়ে ছয় টুকরা কিশোর

ওই কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ

কুমিল্লার লাকসামে ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম মেহেদী হাসান (১৫)। সে ফেনীর দেবীপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

সোমবার (১১ জুলাই) বেলা সাড়ে ১২টায় লাকসাম রেলওয়ে জংশনের অদূরে চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে থানার উপ-পরিদর্শক সুনীল চন্দ্র সূত্রধর  বিষয়টি নিশ্চিত করেছেন।

উপ-পরিদর্শক সুনীল বলেন, বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুর গ্রামে সাগরিকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ার পর চাকায় কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার শরীর ছয়টি টুকরো হয়ে যায়। খবর পেয়ে আমরা তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সহপাঠীদের কাছ থেকে জানতে পেরেছি তারা ফেনী থেকে চাঁদপুর ঘুরতে যাচ্ছিল। 

তিনি আরও বলেন, লাকসাম জংশনের অদূরে চাঁদপুর রেলগেট এলাকায় এলে হাত ফসকে ট্রেনের নিচে পড়ে যায় ওই কিশোর। এ সময় তার শরীর ছয় টুকরো হয়ে যায়। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।