Can't found in the image content. ড্রামার রুমি ইন্তেকাল করেছে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ড্রামার রুমি ইন্তেকাল করেছে

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, জুলাই ১১, ২০২২

ড্রামার রুমি ইন্তেকাল করেছে

বাংলাদেশের ব্যান্ডসংগীতের পরিচিত মুখ ড্রামার রুমি রহমান আর নেই। তার বয়স হয়েছিল ৪৫

লেজেন্ড, ট্রাপ, অর্থহীন, আর্ক, দলছুট, অরণ্য, সিম্পোনিয়াম ব্যান্ডের ড্রামার হিসেবে বিভিন্ন সময় বাজিয়েছেন রুমি। সোমবার (১১ জুলাই) ভোরে ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তী সময়ে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুমির মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার স্ত্রী বর্ষা চৌধুরী সংবাদমাধ্যমে বলেছেন, ‘অ্যাজমায় ভুগলেও রুমি সুস্থই ছিল। ভোররাতে শরীর খারাপ হতে থাকে। নেবুলাইজ করতে চেয়েছিল। এরপর বলে, আমার খারাপ লাগছে, হাসপাতালে নাও। ড্রাইভার নেই, লিফট বন্ধ। লিফট চালু করা পর্যন্ত কাজের মেয়ে তাকে ধরে রেখেছিল। এর মধ্যে সে আমার শাশুড়ির রুমে পড়ে যায়। তার নাক-মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। এরপর বাসার সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার বলে, হাসপাতালে নেওয়ার আগেই সে মারা গেছে।

গতকাল পরিবারের সঙ্গে ঈদের দিন কাটিয়েছেন রুমি। এক মাস বয়সী ছেলেকে বুকে নিয়ে ঘুমিয়েছিলেন। কিন্তু ভোররাত ৪টার পরই খারাপ লাগা শুরু হয়। পরে মারা যান তিনি। তাকে ঢাকায় দাফন করা হবে বলে জানিয়েছেন বর্ষা চৌধুরী।