Can't found in the image content. নায়িকাকে জড়িয়ে না ধরার শর্ত মানলে হলিউডে কাজ করবো: অনন্ত জলিল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

নায়িকাকে জড়িয়ে না ধরার শর্ত মানলে হলিউডে কাজ করবো: অনন্ত জলিল

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, জুলাই ১১, ২০২২

নায়িকাকে জড়িয়ে না ধরার শর্ত মানলে হলিউডে কাজ করবো: অনন্ত জলিল

নায়িকাকে বুকে জড়িয়ে ধরতে হবে না বা নায়িকার সঙ্গে রোমান্টিক ওই ধরনের ঘনিষ্ঠ দৃশ্য থাকবে না এমন শর্তে যদি পরিচালক রাজি হন তাহলে হলিউডেএ সিনেমায় কাজ করবেন বলে জানিয়েছেন অভিনেতা অনন্ত জলিল।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অনন্ত জলিলের কাছে জানতে চাওয়া হয়, অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। যদি আপনি হলিউড মুভি করাটাকে সম্ভব করে ফেলেন; সেক্ষেত্রে আপনি কাকে নেবেন নায়িকা হিসেবে? অ্যাঞ্জেলিনা জোলি?

উত্তরে অনন্ত বলেন, ‘অ্যাঞ্জেলিনা জোলি শুধু আমার নয়; সারা পৃথিবীর পছন্দের নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি। যদি গল্প ওই ধরনের হয়। নায়িকাকে বুকে জড়িয়ে ধরতে হবে না বা নায়িকার সঙ্গে রোমান্টিক ওই ধরনের ঘনিষ্ঠ দৃশ্য না থাকে, তাহলে চিন্তা করব।’

অনন্ত জলিল এ-ও জানালেন, তিনি চাইলেই হলিউডে কাজ করতে পারবেন। তার ভাষ্য, ‘যদি আমরা কখনও হলিউডের মুভি করার চিন্তা করি, আমাদের নানা ব্যবসা-বাণিজ্য আছে। আমি যদি করার চেষ্টা করি, আল্লাহ তায়ালার দয়ায় সেটা পারব। যেহেতু গোটা বিশ্বে আমার একটা পরিচিতি আছে।’

অনন্ত জলিল মূলত ব্যবসায়ী। তবে নিজের টাকায় সিনেমা বানিয়ে এবং তাতে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। নাম তার মজার ব্যাপার হলো, অনন্ত জলিলের সব সিনেমাতেই নায়িকা থাকেন তার বাস্তব জীবনের স্ত্রী বর্ষা। সর্বশেষ এই ঈদে মুক্তি পাওয়া ‘দিন-দ্য ডে’ সিনেমায়ও জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।