ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

গাজীপুর মহানগর ও এরশাদ নগরবাসীকে কাউন্সিলর ফারুক আহমেদের ইদের শুভেচ্ছা।

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, জুলাই ৮, ২০২২

গাজীপুর মহানগর ও এরশাদ নগরবাসীকে কাউন্সিলর ফারুক আহমেদের ইদের শুভেচ্ছা।
গাজীপুর মহানগরের সর্বস্তরের এবং টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড ( এরশাদ নগর) বাসিকে পবিত্র ইদুল আযহার শুভেচ্ছা ও ইদ মোবারক জানিয়েছেন ৪৯ নং ওয়ার্ড এর সর্বাধিক জনপ্রিয় ব্যক্তি ফারুক আহমেদ। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ইসলাম শান্তির, সাম্যের ও ত্যাগের ধর্ম।
সম্পূর্ন ভোগের নয়, এ এমন এক সত্য, সুন্দর ও মানবিক ধর্ম প্রবর্তন করে গেছেন হযরত মোহাম্মদ (সঃ) যার চিরন্তনতাকে উজ্জীবিত রাখতে হয় প্রতিদিন। ইদুল আযহা সেই পবিত্র ত্যাগের কথাই আমাদের মনে করিয়ে দেয়। পশু কোরবানি দেওয়া প্রসঙ্গে কাউন্সিলর ফারুক আহমেদ বলেন কোরবানি আমাদের মুসলমানদের কাছে কিভাবে এসেছে তার ইতিহাস আমরা জানি, তবে কোরবানির বড় শিক্ষা হচ্ছে বনের পশুকে কোরবানি দিয়ে আপন মনকে শুদ্ধ করা এবং আত্মমুক্তির চেতনাকে জাগিয়ে তোলা।কোরাবানি হচ্ছে ইসলামের আত্মোস্বর্গের অমোঘ শিক্ষা।

ত্যাগের মহান শিক্ষা যদি আমাদের সকলের মজ্জাগত হয় এবং আমরা যদি ভোগবাদকে পরিহার করতে শিখি তাহলে আমাদের সকলের জীবন হবে সুখি ও সমৃদ্ধ। পরিশেষে কাউন্সিলর ফারুক বলেন এরশাদ নগর বাসি সকলের পরিবারে ঈদের আনন্দ বয়ে যাক। সকলকে ঈদ মোবারক।