ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১

EN

বিষখালী নদীতে ফেরী উদ্বোধন আনন্দের স্থলে ক্ষোভের সৃষ্টি

ঝালকাঠি, প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, জুলাই ৭, ২০২২

বিষখালী নদীতে ফেরী উদ্বোধন আনন্দের স্থলে ক্ষোভের সৃষ্টি
ফেরী সার্ভিস চালু হওয়ায় পুরো এক যুগের দাবি পূরণ হয়েছে ঝালকাঠির কাঠালিয়া এবং বরগুনার বেতাগী উপজেলা বাসীর। কিন্তু এতে আনন্দ ম্লান হয়ে গেছে উদ্বোধনী অনুষ্ঠানটি একক ভাবে হওয়ায়। তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দু'পারের জনপ্রতিনিধিসহ বহু সাধারণ মানুষেরা।

নিজেদের ক্ষোভের কথা প্রকাশ করে বিষখালী নদীর বরগুনা জেলার বেতাগী প্রান্তের অনেকেই বলেন, তাদের এক যুগের আন্দোলনের ফসল বিষখালী নদীতে এই ফেরী সার্ভিসটি। কিন্তু অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়নি এমপি, মেয়রসহ অনেককেই।  

নদীর ঝালকাঠি প্রান্তের কাঠালিয়ার কচুয়ায় বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেরীর উদ্বোধন ঘোষনা করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় ১৪ দলের সমন্ময়ক, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। অভিযোগ রয়েছে এই অনুষ্ঠানেও আমন্ত্রন জানানো হয়নি সেখানকার ইউপি চেয়ারম্যানকেও।

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান রিপন ফ্রিডমবাংলানিউজকে বলেন, 'দুই প্রান্তের মানুেষর হৃদয়ের দাবি পূরণের জন্য ফেরী চেয়ে আমি ২০১৫ সালে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে লিখিত আবেদন করি। আমি এই ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান। আজ আমাকে আমন্ত্রন জানানো হয়নি এ অনুষ্ঠানে। এঘটনায় অন্তরে আঘাত পেয়েছি।'

বিষখালী নদীর বরগুনা প্রান্তের বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির মুঠোফোনে ফ্রিডমবাংলানিউজকে বলেন, 'বিষখালী নদীর ঝালকাঠি প্রান্তের কাঠালিয়ার শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান রিপন সাহেবের আবেদনের পর সংশ্লিষ্ট মন্ত্রনালয়, সড়ক বিভাগ, ফেরী ডিভিশন, পানি উন্নয়ন বোর্ড থেকে বিভিন্ন দপ্তরে তদবির করে আজ আমরা ফেরী আনতে পেরেছি। কিন্তু আমাদের সকলের শ্রদ্বাভাজন প্রবীন রাজনীতিবিদ আমির হোসেন আমু এমপি মহোদয়কে দিয়ে ওপারে ফেরীর উদ্বোধন ঘোষনা করানো হয়েছে সে অনুষ্ঠানে বেতাগী প্রান্তের কাউকেই আমন্ত্রন জানানো হয়নি। আমি মেয়র হিসেবেও আমন্ত্রন পাইনি এটা অত্যন্ত কষ্টদায়ক।'

বেতাগী পৌরমেয়র আরো বলেন, 'এই ফেরীটি বিষখালী নদীর দু'পাড়ের মানুষের হৃদয়ের সংযোগ। কিন্তু কেনো বেতাগীবাসী টের পেলোনা, এটা আমার বুজে আসেনা। তবে এই প্রোগ্রামটি একক ভাবে করার জন্য আমাদের দলেরই হাইব্রিড কারো হাত আছে বলে আমি মনে করি।'

বাংলাদেশ যুব রেডক্রিসেন্ট সোসাইটি বেতাগী উপজেলা ইউনিটের দলনেতা মো. অলি আহম্মেদ বলেন, 'আমাদের একযুগের দাবি পুরনে যার সবচেয়ে বেশি অবদান তিনি হলেন বেতাগী পৌরমেয়র এবিএম গোলাম কবির। তাকে ছাড়া ওপারবাসী (কাঠালিয়া) উদ্বোধনী অনুষ্ঠান করলো এটা আমরা বেতাগীবাসী মোন থেকে মেনে নিতে পারছিনা। এলাকার ভাষায় বলতে চাই " খায় দায় আব্বাস, মোটা হয় জব্বার" ঘটনাটা এমনই ঘটেছে।

ফেরী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ঝালকাঠির সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের(বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান গোলাম সাদেক এবং সড়ক ও পরিবহন অধিদপ্তরের ফেরি উইং এর তত্তাবধায়ক সুভাষ চন্দ্র বিশ্বাস। 

এই অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়নি ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন এবং বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনকেও।

অনুষ্ঠানের আয়োজন কারা করেছে সে নিয়েও পাল্টাপাল্টি বক্তব্য পেয়েছে। ঝালকাঠির সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী   প্রকৌশলী শেখ নাবিল হোসেন মুঠোফোনে বলেন, 'অনুষ্ঠানের আয়োজন আমরা করিনি। ওটা স্থানীয় আওয়ামীলীগ করেছে। এমপি আমু সাহেবের ইচ্ছায় আমি শুধু সভাপতিত্ব করেছি।'

এদিকে শেখ নাবিল হোসেনের এই বক্তব্য সঠিক নয় বলে ফ্রিডমবাংলানিউজকে জানিয়েছেন। কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির তিনি বলেন, 'পুরো অনুষ্ঠানের আয়োজক ছিলেন সড়ক বিভাগ। কোন এমপি, কোন চেয়ারম্যান কাকে দাওয়াত দিবে বা দিবেনা এটা একান্তই অনুষ্ঠান আয়োজক সড়ক বিভাগের বিষয়।' 

তিনি আরো বলেন, 'যেহেতু অনুষ্ঠানে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দিবেন আমাদের রাজনৈতিক অভিভাবক আমির হোসেন আমু, সেহেতু আমরা দলীয়ভাবে মিছিল নিয়ে অনুষ্ঠান স্থলে গিয়েছি।