পিরোজপুরের নাজিরপুরে ‘ওয়েল কাম’ পরিবহনের বাস চাপায় আব্দুল্লাহ আল মামুন (৩৩) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার (০৬ জুলাই) দুপুরে পিরোজপুর-ঢাকা মহাসড়কের শৈলদাহ নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত মামুন উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক ছিলেন বলে সংগঠনের উপজেলা সভাপতি তুহিন হালদার তিমির নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন দুপুর সোয়া একটার দিকে মামুন তার নিজের মোটর সাইকেলে করে টুঙ্গিপাড়া থেকে নাজিরপুরের দিকে আসছিলেন। এ সময় পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘ওয়েল কাম’ পরিবহনের একটি বাস ঢাকা-পিরোজপুর মহাসড়কের নাজিরপুর সংলগ্ন শৈলদাহ নামক স্থানে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জিনাত তাসনীম জানান, তার মাথায় আঘাতে কারনে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এতে তার মৃত্যু হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, দূর্ঘটনার স্থানটি এখনো সনাক্ত হয় নি এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।