Can't found in the image content. ইউপি নির্বাচনের জেরে হামলা-ভাংচুর ও লুটপাট, আহত ৮ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ইউপি নির্বাচনের জেরে হামলা-ভাংচুর ও লুটপাট, আহত ৮

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: বুধবার, জুলাই ৬, ২০২২

ইউপি নির্বাচনের জেরে হামলা-ভাংচুর ও লুটপাট, আহত ৮
পিরোজপুরের নাজিরপুরে ইউপি নির্বাচনের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ঘরের দরজা ও আসবাব পত্র ভাংচুর ও লুট-পাটের ঘটনা ঘটেছে।
এ সময় উভয় পক্ষের ৮ নারী-পুরুষ আহত হয়েছেন।
মঙ্গলবার (০৫ জুলাই) রাতে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য কলারদোয়ানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের এক পক্ষের মোস্তাফা কামাল (৬২), তার স্ত্রী মানসুরা বেগম (৫৫), আসমা বেগম(২৩), পুত্র সিরাজুল ইসলাম (২৭)  ও পুত্র এনায়েত হোসেন (৩০)। অন্য পক্ষের মো. আল-আমীন বাহাদুর (৪৫), পুত্র মো. ছবুর ইসলাম (২২) ও সুলতান মাহমুদ (৫০)।

হামলায় আহত মো. এনায়েত হোসেন জানান, তিনি  আপেল প্রতীকের পরাজিত মেম্বার প্রার্থী সিরাজুল ইসলামের কর্মী ছিলেন। এর জেরে স্থানীয় বিজয়ী   মেম্বার শাহ জালালের কর্মী আল-আমীন বাহাদুর ও সুলতান মাহমুদ গত ৪ দিন আগে সন্ধ্যার পরে তার বাড়ির কাছের কাউয়ুমের দোকানের সামনে বসে কটুক্তি করে। এ নিয়ে কথা কাটা-কাটি হয়। এর জেরে গত ৩দিন ধরে তারা তাকে মারধর করতে উদ্যোগ নেয়। এমন কি কিছু লোক-জন নিয়ে  হামলা করতে তার বাড়িতেও যায়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি বিষয়টি মীমাংসার জন্য গত মঙ্গলবার (০৫ জুলাই) রাতে স্থানীয় নারী মেম্বারের মাধ্যমে খবর দেন। তারা সেখানে যাওয়ার কালে বাড়ির কাছের একটি ব্রীজের উপর বসে প্রতিপক্ষের ৫০-৬০ জন লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে হামলা করে। হামলায় প্রান রক্ষার্থে বাড়িতে ঢুকলে হামলাকারীরা বসত ঘরের দরজা ভেঙ্গে ভীতর ঢুকে। এ সময় তার মা ও গর্ভবতী স্ত্রী সহ ৫ জনকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুর  করে। ঘরে থাকা বিকাশ ও ফ্লাক্সি লোডের ৫টি মোবাইল এবং নগদ ১লাখ ২০ হাজার টাকা লুট করে নেয়।

তবে অভিযুক্তরা এমন অভিযোগ অস্বীকার করে জানান, স্থানীয় জামায়াতের কিছু লোক তাদের (অভিযুক্ত) উপর পূর্ব পরিকল্পিত ভাবে হামলা করেছে। এতে তাদের ৩ জন আহত হয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. রিয়াজুল হাসান কাওছার জানান, বিজয়ী মেম্বারের কর্মী আল আমীন বাহাদুর ও তার লোকজন মোস্তফা কায়সারের বাড়িতে ৪ দফা হামলা করেন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হাসানাত ডালিম জানান, হামলার খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। সদ্য সমাপ্ত স্থানীয় ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থীর নির্বাচনের জেরে মোস্তাফা কামালের বাড়িতে হামলা করে তাকে সহ পরিবারের ৫ জনকে মারধর করা হয়েছে।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, খবর শুনে ওই রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাওয়া যায় নি। লিখিত অভিযোগ পেলে আইগত ব্যাবস্থা নেওয়া হবে।