Can't found in the image content. বিভাগীয় সদর দপ্তর থেকে মোটরসাইকেল চুরি বরিশালে দুই থানার ১৪ পুলিশ বরখাস্ত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বিভাগীয় সদর দপ্তর থেকে মোটরসাইকেল চুরি বরিশালে দুই থানার ১৪ পুলিশ বরখাস্ত

আল মামুন, বরিশাল প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জুলাই ৫, ২০২২

বিভাগীয় সদর দপ্তর থেকে মোটরসাইকেল চুরি বরিশালে দুই থানার ১৪ পুলিশ বরখাস্ত
রাত্রিকালীন দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে বরিশালের গৌরনদী ও উজিরপুর থানার ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত রোববার (৩ জুলাই) রেঞ্জ ডিআইজির নির্দেশে তাদের বরখাস্ত করা হয়।

গতকাল মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আকতারুজ্জামান।

তিনি জানান, দায়িত্বে অবহেলার কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে পাঠানো পুলিশ সুপার কার্যালয়ের একটি স্মারকের বরাতে জানা গেছে, সাময়িক বরখাস্ত হওয়া ১৪ জনের মধ্যে ১০ জনই গৌরনদী মডেল থানার। 
বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- গৌরনদী মডেল থানার উপ পরিদর্শক মো. আ. গাফফার হোসেন, উপ পরিদর্শক ছগির মিয়া, সহকারী উপপরিদর্শক সোহরাব হোসেন, কনেস্টেবল মো. ইকবাল, মো. কামাল, মুরছালিন, নয়ন, অমৃত, মেহেদী ও ড্রাইভার (কনেস্টেবল) আ. হক রানা।

অপারদিকে সাময়িক বরখাস্ত হওয়া বাকি ৪ জন হলেন উজিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. জিয়াউল হায়দার, কনেস্টেবল রবিউল ইসলাম, মো. সোহেল রানা ও ইমরান হোসেন।
জানা গেছে, গত ২রা জুন বৃহস্পতিবার রাত ৩ টা ২০ মিনিটে বিভাগীয় সদর দফতর কম্পাউন্ডের মধ্যে থাকা গ্যারেজ থেকে ইয়ামাহা এফজেড ভার্সন-২ মডেলের একটি মোটরসাইকেল চুরি হয়।

পরবর্তীতে বিভাগীয় সদর দফতর কম্পাউন্ডসহ ঢাকা-বরিশাল হাইওয়েতে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অজ্ঞাতনামা এক চোর খালি পায়ে, চাবি বিহীন অবস্থায় মোটরসাইকেলটি নিয়ে যায়। চোর মোটরসাইকেলটি নিয়ে ঢাকা-বরিশাল হাইওয়ে হয়ে প্রথমে বরিশাল জেলার উজিরপুর ও গৌরনদী থানা এলাকার প্রবেশকালীন চেকপোষ্ট পার হয়। এরপর ফরিদপুরের ভাঙ্গা থানার দিকে চলে যায়।

আর গৌরনদী ও উজিরপুর থানার সাময়িক বরখাস্ত হওয়া পুরিশ সদস্যদের সেইরাতে মোবাইল ডিউটি থাকা সত্বেও সঠিকভাবে পালন করেননি বলে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রতীয়মান হয়। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে চোরসহ মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হতো, আর তা না হওয়ায় নির্বিঘ্নে চোর সব স্থান অতিক্রম করতে সক্ষম হয় বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আকতারুজ্জামান।

তিনি বলেন, দায়িত্ব পালনে গাফলতি থাকায় তাদেরকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা দায়েরর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩ জুলাই ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা (মামলা রুজু) নেওয়া হচ্ছে বলে জানা গেছে।