টঙ্গীর ষ্টেশন এলাকার রেলগেটে ট্রেনের রাস্তার উপর দাঁড়িয়ে থেকে দাবি আদায়ে প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন করে রেলওয়ে শ্রমিকলীগ।
আজ দুপুর ২ টায় এই প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন এর সমাগম ঘটে। সমাবেশে বক্তারা বলেন ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগ আদেশ বাতিল করে অস্থায়ী গেট কিপারদের চাকুরী স্থায়ী করতে হবে,আউটসোর্সিং নামে কালো আইন বাতিল করতে হবে। দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনের হুমকি দিয়ে বক্তারা বলেন অবিলম্বে আমাদের দাবি মানতে হবে। সমাবেশের কারনে রেলগেট বন্ধ হয়ে যায় ফলে সাধারন মানুষের চলাচলে বিগ্ন ঘটে।বিকেল তিনটায় সমাবেশ শেষ হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।