ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, জুলাই ৩, ২০২২

হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে

ফাইল ছবি

ইদুল-আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ব্যতীত বন্দরের কার্যক্রম চলবে। এছাড়া হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার করা হবে।

শনিবার (২ জুলাই) হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে বন্ধের বিষয়টি জানা গেছে।

মোস্তাফিজুর রহমান জানান, ‌‌‘আগামী ১০ জুলাই ঈদুল আজহা। এ কারণে ৯ জুলাই থেকে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ৮ জলাই শুক্রবার ও ১৫ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ জুলাই থেকে বন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। বিষয়টি চিঠির মাধ্যমে ভারতীয় রফতানিকারকসহ সংশ্লিষ্ট সব দফতরকে অবহিত করা হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদিউজ্জামান জানান, বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম চলবে।