Can't found in the image content. ঝালকাঠিতে মাটি খুঁড়ে মিলল হাঁড়িভর্তি রৌপ্যমুদ্রা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

লোপাটের অভিযোগ

ঝালকাঠিতে মাটি খুঁড়ে মিলল হাঁড়িভর্তি রৌপ্যমুদ্রা

ঝালকাঠিতে কলস ভর্তি গুপ্তধন পাওয়া গেছে। স্থানীয় বাবুল মেম্বার ও তার সহযোগীরা দ্রুত ওই মুদ্রা সরিয়ে ফেলেছে বলে অভিযোগ। বিষয়টি নিশ্চিত করেছে থানা পুলিশ।


ঝালকাঠি, প্রতিনিধি | আপডেট: রবিবার, জুলাই ৩, ২০২২

ঝালকাঠিতে মাটি খুঁড়ে মিলল হাঁড়িভর্তি রৌপ্যমুদ্রা

প্রতিকি ছবি

ঝালকাঠি শহরের পালবাড়ী এলাকায় বসতবাড়ির জমি খননকালে মাটির মধ্যেপুতে রাখা হাড়ি ভরা রৌপ্যমুদ্রা উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ তথ্য নিশ্চিত করেছে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান।

স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা বলেছেন, বাসন্ডা নদীর পশ্চিম পাড়ে নারায়ন পাল'র বসতসভিটা সম্প্রতী ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ক্রয় করেছেন। শনিবার সকাল ৯টায় ঐ জমি ভেকু মেশিন দিয়ে খনন করতে গেলে দুইটি মাটির কলস মুখ বাধা অবস্থায় পাওয়া যায়। তখন ভেকুর শুরের আঘাতে একটি কলস ফেটে গেলে ভেতরে থাকা শতশত রৌপ্যমুদ্রা বেড়িয়ে আসে। কলস ভর্তি গুপ্তধন পাওয়া গেছে এমন খবরে আশপাশের মানুষ ঘটনাস্থলে গিয়ে সব মুদ্রা লোপাট করে নেয়। 

তবে নাম প্রকাশ না করার শর্তে প্রত্যাক্ষদর্শী এক নারী বলেন, ২০ থেকে ২৫ টা মুদ্রা স্থানীয় অনেকে নিয়ে গেছে। কিন্তু বেশিরভাগটা ঐখানে থাকা উপস্থিত বাবুল মেম্বার ও তার সহযোগীরা দ্রুত সরিয়ে ফেলেছে। জমির মালিক পৌর মেয়র লোক পাঠিয়ে অপর একটি কলস সরিয়ে নিয়ে গেছে বলেও জানান ঐ নারী।

পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার জানিয়েছেন, তার জমি খননের সময় কিছু ভারতীয় প্রাচীন মুদ্রা পাওয়ার ঘটনা তিনি শুনেছেন। তবে কে বা কারা নিয়ে গেছে তা তিনি জানেননা।

এদিকে শনিবার বিকেলে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং সদর থানা পুলিশ বিভিন্ন অভিযান চালিয়ে বাসন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

রাত ৯টায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান মুঠোফোনে বলেন, 'বাবুল নামের সাবেক ইউপি মেম্বরকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো মুদ্রা উদ্ধার করা সম্ভব হয়নি। আফজাল নামে আরো একজনকে থানায় ডেকেছি হয়তো তার কাছে মুদ্রা বা তথ্য থাকতে পারে।'