দর্শকনন্দিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিকটির কাবিলা, শুভ, হাবু ভাই, পাশা ভাই নামের চরিত্রগুলোও যেন দর্শকদের কাছে জীবন্ত হয়ে উঠেছে। ঠিক তেমনি ছোটপর্দার খ্যাতিমান অভিনেত্রী মনিরা মিঠুও এ নাটকের এক বিশেষ অংশ হয়ে দাঁড়িয়েছেন।
গেল ঈদে প্রচার হয়েছে ‘ব্যাচেলরস রমজান’। সেখানে পাশা, কাবিলা, শুভ, হাবু ভাইদের রমজানের নানান কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। রোজার সময় তারা কী করে, কে রোজা রাখে, কে লুকিয়ে খাবার খায়, কে নামাজ পড়ে, কে ফাঁকি দেয়, কে আবার ডেটিংয়ে যায়- এমন চিত্র দর্শককে বিনোদিত করেছে। সেই ধারাবাহিকতায় আসছে ঈদের জন্য নির্মিত হচ্ছে ‘ব্যাচেলরস কোরবানি।’ আগের ধারা বজায় রেখে নতুন কিস্তিতেও থাকছেন মনিরা মিঠু।
শনিবার (২ জুলাই) ‘ব্যাচেলরস কোরবানির শুটিংয়ের স্মৃতিচারণ করে মনিরা মিঠু লিখেছেন, ‘আমার জ্বর তখন ১০৩/১০৪ ডিগ্রি। তারপরও উত্তরা থেকে ধানমন্ডি গিয়ে কাজ শেষ করতে পেরেছিলাম।’
ব্যাচেলররা কীভাবে কোরবানির গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটে- এসব চিত্রই তুলে ধরা হবে বিশেষ এই পর্বে। বরাবরের মতো এবারও অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম ও শিমুল শর্মা প্রমুখ। আসছে ঈদের দিন রাত ৯টায় প্রকাশ্যে আসবে ‘ব্যাচেলরস কোরবানি’।