ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ফুলগাজীতে ত্রাণ বিতরণ নিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, জুলাই ২, ২০২২

ফুলগাজীতে ত্রাণ বিতরণ নিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

ফাইল ছবি

ফেনীর ফুলগাজী উপজেলার দৌলতপুর গ্রামে শনিবার (২ জুলাই) ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার ফুলগাজীতে আওয়ামী লীগ ও বিএনপির একাংশের মধ্যে সংঘর্ষের পর এ কারফিউ জারি করা হয়।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, উপজেলার দৌলতপুর গ্রামে একইসঙ্গে ত্রাণ বিতরণ কর্মসূচির আহ্বান জানায় আওয়ামী লীগ ও বিএনপির ফুলগাজী শাখা।

শুক্রবার ত্রাণ বিতরণ কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং উভয়দলের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ জন আহত হন।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের ভাষ্যমতে, শুক্রবারের সংঘর্ষের আগে আওয়ামী লীগ নেতারা বিএনপির ত্রাণ কর্মসূচির প্রস্তুতি সভায় আরেকটি হামলা চালায়। এতে তাদের ৩০ জন নেতাকর্মী আহত হয়।

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মজুমদার দাবি করেন, বিএনপির লোকজন হামলা চালিয়ে সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম ও তার সাথে থাকা পাঁচজনকে আহত করেছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারফিউ জারি করা হয়েছে।

ওসি যোগ করেন, "পুলিশ ওই এলাকায় টহল জোরদার করেছে। যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় আমরা সতর্ক রয়েছি।"