Can't found in the image content. নিজেকে ‘ধর্ষণের ফসল’ বললেন মার্কিন জনপ্রিয় সঞ্চালিকা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

নিজেকে ‘ধর্ষণের ফসল’ বললেন মার্কিন জনপ্রিয় সঞ্চালিকা

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, জুলাই ২, ২০২২

নিজেকে ‘ধর্ষণের ফসল’ বললেন মার্কিন জনপ্রিয় সঞ্চালিকা

ছবি: সংগৃহীত

নিজেকে ‘ধর্ষণের ফসল’ বলে দাবি করেছেন জনপ্রিয় মার্কিন সঞ্চালিকা কায়লা ব্রাক্সটন।

‘ডব্লিউ ডব্লিউ ই’-র সঞ্চালনা করেন কায়লা ব্রাক্সটন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ভপাতের সাংবিধানিক আইন বাতিল হওয়ার বিরোধীতা করেন তিনি। এরপরই এমনটা দাবি করেছেন ৩১ বছর বয়সী কায়লা।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লেখেন, ‘আমি ধর্ষণের ফসল। আমার মাকে এক অজ্ঞাত ব্যক্তি ধর্ষণ করেন। আজ পর্যন্ত আমার বাবার পরিচয় জানতে পারিনি। আমার মা আমাকে জন্ম দিয়েছিলেন কারণ এটা তার ইচ্ছা ছিল, এটা নয় যে রাষ্ট্র তাকে বাধ্য করেছিল।’

কায়লার মতে, সন্তানের জন্ম দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ সেই নারীর অধিকার। কোনো আইন করে তা চাপিয়ে দেওয়া ঠিক না। সন্তানের জন্ম দেওয়া একজন মায়ের স্বাস্থ্য ও প্রাণের সঙ্গে জড়িত। তাই সন্তানের জন্ম দেওয়া বা না দেওয়া অধিকার মায়ের থাকা উচিত।