Can't found in the image content. রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, জুলাই ১, ২০২২

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য
রাজধানীর গুলিস্তান এলাকা থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আব্দুস সামাদ (৩৪) নামের এক পুলিশ কনস্টেবলের ২০ হাজার টাকা ও একটি মোবাইল খোয়া গেছে। আহতাবস্থায় তাকে ঢামেকের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোখলেসুর রহমান বলেন, গুলিস্তানের কন্ট্রোল রুম থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। পাকস্থলী ওয়াস করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, আমরা জানতে পারি শ্যামলী থেকে শুভযাত্রা পরিবহনে গুলিস্তানে আসার পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা সুকৌশলে কিছু খাইয়ে তার কাছে থাকা ২০ হাজার টাকা ও একটি দামী ফোন নিয়ে পালিয়ে যায়।

‌‘পরে গাড়ির স্টাফরা গুলিস্তান পুলিশ কন্ট্রোল রুমে আমাদের কাছে দিয়ে যায়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। আব্দুস সামাদ ডিএমপির প্রটেকশন শাখায় কর্মরত।’