বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক উপ- সম্পাদক ডাঃ রাজেশ বৈশ্যের দিক নির্দেশনায় ও নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে নেত্রকোনার মদনে ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুন) ৮নং ফতেপুর ইউনিয়ন পরিষদে প্রায় পাঁচ শতাধিক রোগীর মধ্যে চিকিৎসা সেবা ও ফ্রী ঔষধ বিতরণ করা হয়।
নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগে সাধারণ সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান সালমানের নেতৃত্বে ডাঃ মিজানুর রহমান, ডাঃ সাদী মুহাম্মদ ওয়ালীদ, ডাঃ মোঃ বায়েজিদ আকাশ, ডাঃ মোশাররফ শরীফ, ডাঃ জান্নাতুল আলম জতি, ডাঃ সোনিয়া ইসলাম, ডাঃ তানজিলা আহমেদ ও ডাঃ তাসনিম তাবাসসুম এই চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ৮নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রলীগ নেতা মনোয়ার হোসাইন মুন্না, আনোয়ার হোসেন, সাদ্দাম হোসেনসহ অন্যান্যরা।