Can't found in the image content. বিয়ে নিয়ে যা বললেন শ্রুতি হাসান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বিয়ে নিয়ে যা বললেন শ্রুতি হাসান

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২

বিয়ে নিয়ে যা বললেন শ্রুতি হাসান
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান সিনেমার পাশাপাশি বরাবরাই নিজের ফ্যাশন এবং জীবনযাপন নিয়ে আলোচনায় থাকেন। তিনি কখনোই সত্য বলতে পিছুপা হন না এবং নিজেকে নিয়ে স্পষ্ট কথা বলতে পছন্দ করেন।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, 'আমি কিছুই জানি না। আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। আপাতত এসব নিয়ে ভাবছিও না।'

সম্প্রতি রণবীর-আলিয়া প্রথম সন্তানের ঘোষণা দিয়েছেন। সেখানে এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন শ্রুত হাসান। তারপর থেকেই শ্রুতির বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়।

টাইমস অব ইন্ডিয়া বলছে, 'সালার' অভিনেত্রী শ্রুতি হাসান বর্তমানে শান্তনু হাজারিকার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন।

শ্রুতি হাসান বর্তমানে প্রভাসের সঙ্গে 'সালার'-এর শুটিং করছেন।