Can't found in the image content. আগে মা হয়ে পরে বিয়ে করবো: রাখি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

আগে মা হয়ে পরে বিয়ে করবো: রাখি

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২

আগে মা হয়ে পরে বিয়ে করবো: রাখি

ছবি: সংগৃহীত

'বিগ বস ১৫'-খ্যাত তারকা রাখি সাওয়ান্ত। প্রায়শই বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি আলিয়া ভাটের মা হওয়ার খবর প্রকাশের পর একটি হাসপাতালে রাখি ও তার প্রেমিক আদিলকে দেখা যায়।

পাপারাজ্জিদের সঙ্গে কথপোকথনে একপর্যায়ে রাখিকে জিজ্ঞেস করা হয়, কবে মা হবেন তিনি? উত্তরে তিনি বলেন, 'আমি মা হতে চাই। বিয়ের আগেও যদি এমন খুশির খবর আসে কোনো ব্যাপার না। মা হবার খবর আসার পরের দিনই আমি বিয়ে করে ফেলবো।'

বোঝাই যাচ্ছে আলিয়াকে ইঙ্গিত করে এ কথা বলেছেন রাখি। 

তিনি আরও বলেন, ‘গর্ভপাত করা অপরাধ। আমি শুধু এটা জানি যে আমার গর্ভে যে জন্ম নেবে সে দেবদূত হবে।'

তিনি এসময় নিজেকে 'রাখি মা' বলেও সম্বোধন করেন।

রাখি ও প্রেমিক আদিল খান সোশ্যাল মিডিয়াতে খোলাখুলিভাবে একে অপরের প্রতি তাদের ভালবাসা প্রকাশ করে থাকেন। ভক্তরা জানতে আগ্রহী যে তারা কবে বিয়ে করবে। সে বিষয়ে তারা কেউই কিছু স্পষ্ট করেন না।