পিরোজপুরের ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ওবায়দুল খান (৪৬) এর চোখ তুলে নিলো আছলাম আলী খান নামের আপন ছোট ভাই। বুধবার (২৯জুন) রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিম,পত্তাশী গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০ টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিম পত্তাশী গ্রামের চাহেব আলী খানের ছোট ছেলে আছলাম আলী খান তার আপন বড় ভাই ওবায়দুল খানকে ডেকে নিয়ে রড দিয়ে আঘাত করেন। এত সে আহত হয়ে পরে গেলে ওই রড দিয়ে আবারও আঘাত করে তার বাম চোখ তুলে দেয়। এ সময় রডের আঘাতে ওবায়দুলের মুখমন্ডল বিকৃত হয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তির করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
স্থানীয় ইউপি সদস্য নাজমুল হাসান জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। এ কারণে ওই দুই ভাইয়ের মধ্যে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, জমি নিয়ে বিরোধে ভাই ভাই শত্রুতার সৃস্টি হয়। এর জেরে ছোট ভাই তার বড় ভাইয়ের এক চোখ তুলে ফেলেছেন। এ ঘটনায় মামলা হয়েছ। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।