Can't found in the image content. আমি নারী, কোনো পার্সেল নই: আলিয়া | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

আমি নারী, কোনো পার্সেল নই: আলিয়া

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২

আমি নারী, কোনো পার্সেল নই: আলিয়া

ছবি: সংগৃহীত

বিয়ের তিন মাস না পেরুতেই সুখবর দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার মা হওয়ার খবরে এখন সরগরম নেটদুনিয়া। রণবীরপত্নীকে ঘিরে ইতোমধ্যে বেশ কিছু মুখরোচক খবর প্রকাশিত হয়েছে, যা দেখে বেজায় চটেছেন নায়িকা।

মঙ্গলবার (২৮ জুন) রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নিউজ পোর্টালের খবর শেয়ার করেছেন আলিয়া। সেখানে লেখা রয়েছে- জুলাইয়ের মাঝামাঝি সময়ে লন্ডন থেকে মুম্বাইয়ে ফিরবেন আলিয়া। তাকে নিতে সেখানে যাবেন রণবীর কাপুর। নায়িকা কাজের পর একটু বিশ্রামে থাকতে চান। সবকিছু সেভাবেই পরিকল্পনা করে রেখেছেন তিনি।

এমন খবরে ক্ষোভ প্রকাশ করে আলিয়া লিখেছেন, ‘আমরা এখনও পুরুষতান্ত্রিক সমাজে বাস করছি। আমি একজন নারী, কোনো পার্সেল নই। কেউ কাউকে নিতে আসবে না। আমার বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন নেই। জেনে ভালো লাগছে, আপনাদের চিকিৎসকের সনদও রয়েছে।’

তিনি আরও লেখেন, ‘এটা ২০২২। দয়া করে কি আমরা এ রকম পুরোনো চিন্তাভাবনা বাদ দিতে পারি? মাফ করবেন যেতে হবে, আমার শট প্রস্তুত।’

প্রসঙ্গত, গত সোমবার (২৭ জুন) ইনস্টাগ্রামে এক পোস্টে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান আলিয়া। তার পোস্ট করা ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন আলিয়া। পাশে বসে আছেন রণবীর। হাস্যোজ্জ্বল মুখে আলিয়া তাকিয়ে আছেন আল্ট্রাসনোগ্রাফির মনিটরে। হবু বাবা-মা'কে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন নেটিজেনরা।