Can't found in the image content. বেনাপোলে বাংলাদেশী পাসপোর্টসহ ভারতীয় নাগরিক আটক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বেনাপোলে বাংলাদেশী পাসপোর্টসহ ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, জুন ২৯, ২০২২

বেনাপোলে বাংলাদেশী পাসপোর্টসহ ভারতীয় নাগরিক আটক
যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিদেশি ভিসা লাগানো ৫টি বাংলাদেশি পাসপোর্টসহ ইউসুফ আলী শেখ (২৭) নামে এক ভারতীয় এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৭ জুন) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করে বিজিবি। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় থ্রিপিস ও কসমেটিক্স উদ্ধার করা হয়। 

আটক ইউসুফ আলী শেখ উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানার বাষান পোতা গ্রামের আমিন শেখের ছেলে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ভারতীয় ওই পাসপোর্টযাত্রীকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার সাথে থাকা ২টি ব্যাগের মধ্যে ৫টি বাংলাদেশি পাসপোর্ট, ১৬২টি বিভিন্ন প্রকার কসমেটিক্স এবং ভারতীয় অন্যান্য মালামাল সামগ্রীসহ পাওয়া যায়।

আটক ভারতীয় পাসপোর্টযাত্রীকে পাসপোর্ট ও ভারতীয় পণ্যসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি।