Can't found in the image content. রাজিবপুরে গুরুত্বপূর্ন রাস্তা ভেঙ্গে যাওয়ায় জন দুর্ভোগ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

রাজিবপুরে গুরুত্বপূর্ন রাস্তা ভেঙ্গে যাওয়ায় জন দুর্ভোগ

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জুন ২৮, ২০২২

রাজিবপুরে গুরুত্বপূর্ন রাস্তা ভেঙ্গে যাওয়ায় জন দুর্ভোগ
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার  সদর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের কাচারী পাড়া রাস্তাটি টানা বৃষ্টিতে ভেঙ্গে গেছে। এতে পথচারীদের  যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, রাজিবপুর  কাচারী পাড়ার রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় যাতায়াতে অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি ভাঙ্গার কারণে রাজিবপুর হাটবাজার, উপজেলা পরিষদ ও হাসপাতালের সাথে যাতায়াত  ব্যবস্থা অটোরিক্সা , ভ্যান, মোটরসাইকেল , নিয়ে আসা - যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।
এতে করে কৃষকের পন্য ক্রয় -বিক্রয় কষ্টকর হয়েছে । 

এ বিষয়ে স্থানীয় মেহেদী হাসান (মিঠু) হাজী (৩৫) জানান, প্রায় ২ মাস ধরে আমাদের রাস্তাটি ভেঙ্গে গিয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় যাতায়াতে দেখা দিয়েছে চরম ভোগান্তি  ছাত্র -ছাত্রী এ রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে, রাস্তাটি ভেঙ্গে যাওয়ার কারণে যে কোন সময় বড় ধরনের দূঘর্টনা ঘটতে পারে। তাই রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের নিকট আহবান জানান । 

এই বিষয়ে রাজিবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান  মিরণ মোঃ ইলিয়াস জানান, এই বিষয়ে আমি উপজেলা নিবার্হী অফিসার  ও উপজেলা চেয়ারম্যানের মহাদয়ের সাথে কথা বলেছি অতিদ্রুত সময়ের মধ্যে  রাস্তাটির সংস্কার করা হবে।