Can't found in the image content. ইউপি সচিবের স্ত্রীর সাথে পরকীয়া করে ধরা খেলেন ইউপি সদস্য | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ইউপি সচিবের স্ত্রীর সাথে পরকীয়া করে ধরা খেলেন ইউপি সদস্য

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জুন ২৮, ২০২২

ইউপি সচিবের স্ত্রীর সাথে পরকীয়া করে ধরা খেলেন ইউপি সদস্য

প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়ায় পরকীয়া করে ধরা খেলেন বানেশ্বর ইউপি সদস্য আলমগীর হোসেন (৫০)। ওই ইউপির সাবেক সচিবের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় লোকজন তাকে আটক করে।

সোমবার রাত ১০টার দিকে বানেশ্বর সরকারি কলেজের পেছনে থান্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯টার দিকে বানেশ্বর ইউপি সদস্য আলমগীর হোসেন থান্দারপাড়া এলাকায় ওই ইউপির সাবেক সচিবের বাড়িতে আসেন। এ সময় সচিবের স্ত্রী ছাড়া বাড়িতে কেউ ছিলেন না। এতে সন্দেহ হলে রাত ১০টার দিকে এলাকাবাসী তাকে ওই নারীর ঘরে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক করে।

তারা আরও জানায়, সচিবের স্ত্রীর সাথে দীর্ঘ দিন থেকে তিনি পরকীয়া সম্পর্ক করে আসছেন। বাড়িটি নির্জন এলাকায় হওয়ায় তিনি প্রায়ই আসেন ওই বাড়িতে।

বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল জানান, রাত ১০টার দিকে ঘটনাটি শুনে সেখানে যাই। সাবেক সচিব ইউপি সদস্য আলমগীরকে দাওয়াত দিয়েছিলেন। তিনি দিনের বেলায় সময় পাননি। তাই রাতে গেছেন। এলাকার লোকজনের সাথে কথা বলে তাকে মুক্ত করেছি।