Can't found in the image content. শোডাউনের মধ্যেই মেয়র জানতে পারলেন, তিনি মনোনয়ন পাননি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

শোডাউনের মধ্যেই মেয়র জানতে পারলেন, তিনি মনোনয়ন পাননি

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জুন ২৮, ২০২২

শোডাউনের মধ্যেই মেয়র জানতে পারলেন, তিনি মনোনয়ন পাননি
জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন বর্তমান মেয়র সিরাজুল ইসলাম বুলু।

দলীয় মনোনয়ন পাওয়ায় সোমবার (২৭ জুন) ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় তার কর্মী-সমর্থকরা মোটরসাইকেল শোডাউন করেন। কিন্তু তাদের শোডাউন জয়পুরহাট-বগুড়া মহাসড়ক অতিক্রম করার সময় তারা জানতে পারেন, মেয়র সিরাজুল ইসলাম বুলুর পরিবর্তে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

এতে বুলুর কর্মী-সমর্থকদের শোডাউনে নেমে আসে চরম হতাশা। এ অবস্থায় অনেকে মোটরসাইকেল বন্ধ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন, আবার অনেকে চলে যান।

অন্যদিকে নতুন করে দলীয় মনোনয়ন পাওয়া সিরাজুল ইসলাম সরদারের কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল বের করেন এবং মিষ্টি বিতরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান নাদিম বলেন, প্রথম দিকে সিরাজুল ইসলাম বুলুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এরপর মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত পরিবর্তন করে সিরাজুল ইসলাম সরদারকে মনোনয়ন দেয়।

তিনি আরও বলেন, দল করতে হলে দলীয় সিদ্ধান্ত মানতে হবে, যাকেই নৌকা প্রতীক দেওয়া হোক না কেন আমরা তার পক্ষে নির্বাচনে কাজ করব। বিরোধিতা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।