পদ্মা সেতুতে একটি পেঁয়াজবাহী পিকআপ ভ্যান উল্টে ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুন) বিকেল পৌনে ৬টার দিকে মাওয়া প্রান্তে এ দুর্ঘনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনার কারণে পিকআপে থাকা ১৩৪ বস্তা পেঁয়াজ ছিটকে রাস্তায় পড়ে গেছে এবং সেতুর নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা একটি গাড়িও দুর্ঘটনার শিকার হয়েছে। এ জন্য মূল সেতুতে ধীর গতিতে যান চলাচল করছে।