Can't found in the image content. সোনাইমুড়ীতে আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষে ৯ জন আহত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

সোনাইমুড়ীতে আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষে ৯ জন আহত

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, জুন ২৭, ২০২২

সোনাইমুড়ীতে আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষে ৯ জন আহত
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত নয়জন আহত হয়েছেন।

রোববার (২৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার চাষীরহাট ইউনিয়নের পোরকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন- রবিউল হাসান (২৭), ইয়াছিন আরাফাত বাদশা (২৬), সাব্বির (১৮), রাকিব (২০), শামিম (২০), সাইফুল (২৪), মোখলেছসহ (২৬) আরও দু’জন।

স্থানীয়রা জানায়, রোববার বিকেলে ব্যালটের মাধ্যমে চাষীরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলছিল। এ সময় ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মহসিন মেম্বারের অনুসারীদের সঙ্গে আরেক সভাপতি প্রার্থী মুনাফের অনুসারীদের ব্যালট নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় প্রার্থীর অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের নয়জন আহত হন। এ সময় চেয়ার টেবিল ভাঙচুর করে উভয় গ্রুপের লোকজন। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ব্যালটের মাধ্যমে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলছিল। ওই সময় আওয়ামী লীগের দু’গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।