Can't found in the image content. মা হচ্ছেন আলিয়া, ইনস্টাগ্রামে শেয়ার করলেন সুখবর | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

মা হচ্ছেন আলিয়া, ইনস্টাগ্রামে শেয়ার করলেন সুখবর

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, জুন ২৭, ২০২২

মা হচ্ছেন আলিয়া, ইনস্টাগ্রামে শেয়ার করলেন সুখবর

ছবি: সংগৃহীত

আরও নতুন একটি অধ্যায় শুরু করতে চলেছেন বলি ডিভা আলিয়া ভাট। মা হতে চলেছেন আলিয়া। জীবনের এই সুখবর নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করলেন কপুর পরিবারের বধূ। সকলের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে আলিয়ার কমেন্ট বক্স।

একদিকে রণবীর কপুর ও আলিয়া ভাট জুটির প্রথম ছবি ব্রহ্মাস্ত্র মুক্তির অপেক্ষা.। এই ছবির পোস্টার থেকে ট্রেলারে দর্শকের মনে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। এর মাঝেই রালিয়া জুটির ভক্তদের জন্য এসে গেল আরও একটি সুখবর। 

নিজের ইনস্টা হ্যান্ডেলে হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করলেন আলিয়া। পাশে রয়েছেন জীবনসঙ্গী রণবীর কপুর। আর ক্যাপশনে লেখা Our baby ….. coming soon । হ্যাঁ, অন্তঃসত্বা রণবীর ঘরণী আলিয়া ভাট। আলট্রা সোনোগ্রাফির সময় স্ক্রিনের দিকে তাকিয়ে হাসছেন আলিয়া। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ঝড়ের গতিতে লাইক কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। 

করণ জোহর থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সেলেব বন্ধুরা জীবনের নতুন অধ্যায়ের সূচনার জন্য ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। সেই সঙ্গে ভক্তদের শুভেচ্ছা তো আছেই।