Can't found in the image content. পুতুলকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

পুতুলকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, জুন ২৭, ২০২২

পুতুলকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার
সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে রুমন সরকার রনি (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম রোববার (২৬ জুন) রাতে ওই যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 

রুমন সরকার উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আঞ্জু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার রাত ৯টা ২৫মিনিটে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কটূক্তি করে রুমন সরকার রনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।