Can't found in the image content. জমি সংক্রান্ত বিরোধে চাচার বল্লমের আঘাতে ভাতিজি নিহত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

জমি সংক্রান্ত বিরোধে চাচার বল্লমের আঘাতে ভাতিজি নিহত

মোঃ রাসেল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি | আপডেট: রবিবার, জুন ২৬, ২০২২

জমি সংক্রান্ত বিরোধে চাচার বল্লমের আঘাতে ভাতিজি নিহত
ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার  বল্লমের আঘাতে হোসনা আক্তার (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২৬ জুন) দুপুরে মহানগরীর শম্ভুগঞ্জ এলাকার রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। হোসনা আক্তার ওই এলাকার মৃত জাহির উদ্দিন সরকারের মেয়ে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হোসনা আক্তারের বাবা মৃত জাহির উদ্দিনের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে চাচা মইদর আলী সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার দিন এসব নিয়ে দুই পরিবারের বাগবিতণ্ডার একপর্যায়ে মইদর আলী ছেলেদের নিয়ে হোসনা আক্তারের পরিবারের ওপর হামলা করে। মইদর আলীর বল্লমের আঘাতে হোসনা গুরুতর আহত হন। এসময় আরও চারজন আহত হন। পরে তাদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসনা আক্তারকে মৃত্যু ঘোষণা করেন।

ওসি শাহ কামাল আকন্দ আরও বলেন, খবর পেয়ে ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।