Can't found in the image content. রাজিবপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

রাজিবপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, জুন ২৬, ২০২২

রাজিবপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন
আজ (২৬ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ ও অবৈধ পাচারবিরোধী বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে চর রাজিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস' পালিত হয়।

এবারের মাদকবিরোধী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে "জীবকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন"  ও "মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি"। দিবসটি উপলক্ষে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা কর্মসূচীর আয়োজন করা হয়। সকাল ১০টায় চর রাজিবপুর উপজেলা পরিষদে মানববন্ধন, র‌্যালী ও উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ১৯৮৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২৬ জুনকে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। পরের বছর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে ভারপ্রাপ্ত সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার হাসান সাদিক। আরো উপস্থিত ছিলেন রাজিবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই সরকার,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।