Can't found in the image content. প্রধানমন্ত্রীকে ভালোবাসা জানালেন পরীমনি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

প্রধানমন্ত্রীকে ভালোবাসা জানালেন পরীমনি

বিনোদন ডেস্ক | আপডেট: রবিবার, জুন ২৬, ২০২২

প্রধানমন্ত্রীকে ভালোবাসা জানালেন পরীমনি

ছবি: সংগৃহীত

গতকাল শনিবার পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। সেই উপলক্ষে উচ্ছ্বাসে মেতেছেন সারাদেশের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই উচ্ছ্বাস এখন দৃশ্যমান। সাধারণ মানুষের পাশাপাশি পদ্মা সেতুর উদ্বোধনে শোবিজ অঙ্গনের মানুষেরাও এই আনন্দে শামিল হয়েছেন।

শনিবার (২৫ জনু) রাতে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি তা ফেসবুক পেজে পদ্মা সেতু উদ্বোধনসহ বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভালোবাসা।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন কৃতজ্ঞতা ও ভালোবাসার ইমো।

এরপর হ্যাশট্যাগ দিয়ে পরীমনি লিখেছেন, ‘স্বপ্নের পদ্মা সেতু। শুভ উদ্বোধন।’

এর আগে পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মুনিরা মিঠু, চিত্রনায়ক ওমর সানী, নিরব,ইমন, চিত্রনায়িকা শাবনূর, পূজা চেরিসহ বহু তারকা শিল্পী, নির্মাতারা।

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহের আফরোজ শাওন, রিয়াজ, ফেরদৌস, নিপুণ, শমী কায়সার, আফসানা মিমিসহ বিনোদন জগতের অনেক তারকাও।