জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ১১, ২০২১
নোয়াখালীর
সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের সেবারহাট বাজারের সেবারহাট মেডিকেল সেন্টারের
সামনে রাস্তার পাশ্বে শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে মোঃ নাসির উদ্দিন (৪৫)
নামের এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা কেন্দ্রীয় হর্টলাইন ৯৯৯ ও সেনবাগ থানা
পুলিশকে খবর দেয়। এবং লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে পোষ্ট করে। দীর্ঘ ক্ষনেও
পুলিশ লাশ উদ্ধারের ব্যবস্থা না করায় মৃতের স্বজনরা শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মৃত নাসিরের লাশটি উদ্ধার করে তাদের বাড়ি দাগনভূঁইয়ার
এয়াকুরপুর গ্রামের নিয়ে যায়। নিহত মোঃ নাসির উদ্দিন দাগনভূঁইয়ার ৫নং এয়াকুর ইউনিয়নের
এয়াকুর গ্রামের ননা মিয়ার বাড়ির নুর মোহাম্মদ প্রকাশ মনা মিয়ার ছেলে ও ৩সন্তানের জনক।
স্থানীয়
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানায়, তিনি শুক্রবার ভোরে ফজরের নামায পড়ে হাটতে বের
হয়ে দেখে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেবারহাট বাজারের সেবারহাট মোহাম্মদীয় শাহী জামে মসজিদের
দক্ষিন পাশ্বে ও সেবারহাট মেডিকেল সেন্টারের সামনের রাস্তার পাশ্বে এক অজ্ঞাত (৪৫)
যুবকের লাশ পড়ে রয়েছে। এরপর তিনি ৯৯৯, সেনবাগ থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের বিষয়টি
অবহিত করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে পোষ্ট করলে পড়ে থাকা যুবকের লাশটি ফেনীর
দাগনভূঁইয়া উপজেলার ৫নং এয়াকুবপুর ইউনিয়নে এয়াকুবপুর গ্রামের ননা মিয়ার বাড়ির নুর মোহাম্মদ
প্রকাশ মনা মিয়ার ছেলে মোঃ নাসির উদ্দিনের বলে জানাযায়।এরপর দীর্ঘক্ষন লাশটি রাস্তার
পাশ্বে পড়ে থাকলে ও সেনবাগ থানা পুলিশ লাশ উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করা
করায় শুক্রবার সকাল পৌনে ৯টার নিহত নাসিরের স্বজনরা তার লাশটি উদ্ধার করে নিজেদের গ্রামের
বাড়িতে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী
রফিকুল ইসলাম জানান,লাশের ডান হাতের কনুইতে আঘাতের চিহৃ রক্ত বের হচ্ছিল ও জিহবা কামড়ানো
অবস্থায় ছিলো।
এ
ব্যাপারে সকাল ৯টার দিকে সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধার সঙ্গে
লাশের বিষযটি নিয়ে যোগাযোগ করলে, বিষয়টি থানায় থানায় অবহিত করেনী বলে জানান। লাশটি
স্বজনরা উদ্ধার করে নিয়ে গেছে এ বিষয়ে তারা কি? প্রদক্ষেপ নিবেন জানতে চাইলে সংশ্লিষ্ট
থানা বিষয়টি দেখবেন বলে জানান তিনি।