"আমার টাকায় আমার সেতু,বাংলাদেশের পদ্মা সেতু "এই স্লোগান কে সামনে রেখে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে আনন্দ শোভাযাত্রা করেছেন ফুলবাড়ী থানা পুলিশ।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন এর দিকনির্দেশনায় ফুলবাড়ী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো.আসাদুজ্জামানের নেতৃতে শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে থানা চত্বর থেকে এই আনন্দ শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনোরায় থানা চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ গ্রহন করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশ্রাফুল ইসলাম,এসআই আকবর আলী,এসআই আয়নাল,এসআই আশরাফুল আলম সাগর এসআই আরিফুজ্জামান আরিফ,এএসআই মাসুদ রানা সহ ফুলবাড়ী থানার সকল অফিসার ও পুলিশ সদস্য গণ।