মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র পক্ষ থেকে নেত্রকোনা বন্যার্ত ৪৩০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান হৃদয় এর সৌজন্যে ত্রাণসামগ্রী পৌঁছে দেন নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে । এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন সাদ, নেত্রকোণা জেলা ছাত্রলীগের সদস্য মোজাম্মেল হক সহ আরো অনেকেই।
ত্রাণ সামগ্রীর মধ্যে রাখা হয় চাল,ডাল,বিস্কুট, মুড়ি ,খাবারের স্যালাইন সহ বিভিন্ন শুকনো খাবর।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এর স্কুল ছাত্র বিষয়ক উপ-সম্পাদক,রিয়াদ মাসুদ, পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক, রফিকুল ইসলাম খান, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপ-সম্পাদক, মেহেদী হাসান সজল, সহ-সম্পাদক আরিফুল হক জয়,রাহুল আরিফিন সাকি, সদস্য, মেহেদি হাসান সানী,নাঈম অল হাসান, তুরাগ থানার অন্তর্গত ৫২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি,আমিনুল ইসলাম মামুন সহ কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
বিতরণ কালে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা'র পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারাণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় ভাইয়ের সহযোগীতায় আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৩০ টি পরিবারে মাঝে অল্প কিছু সহযোগী করতে পেরে আনন্দিত ইনশাল্লাহ বাংলাদেশ ছাত্রলীগের সবসময় দেশের ক্রান্তিকালে দেশের মানুষের পাশে থাকব।