Can't found in the image content. এবার শরীরে তার পেঁচিয়ে আলোচনায় উরফি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

এবার শরীরে তার পেঁচিয়ে আলোচনায় উরফি

বিনোদন ডেস্ক | আপডেট: শুক্রবার, জুন ২৪, ২০২২

এবার শরীরে তার পেঁচিয়ে আলোচনায় উরফি
মাঝেমধ্যেই আলাদা-আলাদ ফ্য়াশন স্টেটমেন্ট ফলো করেন উরফি জাভেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ফ্য়াশন স্টেটমেন্ট  সবসময় আলোচনায় থাকে। কাটা-ছেঁড়া পোশাক পরে কম সমালোচিত হননি তিনি।  

উরফি আর বিতর্ক যেনো একে অপরের সমার্থক হয়ে গেছে।

সাজ পোশাক নিয়ে বরবারই পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন তিনি। অনেক ক্ষেত্রে নিজের পোশাকও নিজেই স্টাইল করেন।

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে।

এবার নীল রঙের তার গায়ে জড়িয়ে পোশাকের মতো করে ক্যামেরার সামনে হাজির হলেন উরফি জাভেদ। নীলরঙা তারের গোছা সারা গায়ে পেঁচিয়ে নিয়েছেন। এই জট পাকানো তারের গোছাই জড়িয়ে নিয়েছেন স্তনের উপর। তার জড়িয়েই ঢেকেছেন শরীরের নীচের অংশ।