Can't found in the image content. বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, জুন ২৪, ২০২২

বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ
মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে লঞ্চ-স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২৪ জুন) সকাল থেকে নৌযান বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাটের যানবাহন পরিদর্শক আক্তার হোসেন জানান, শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রীর জনসভা। তাই সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জনসভাস্থলে আগত এসএসএফের (স্পেশাল সিকিউরিটি ফোর্স) নির্দেশে সকাল থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের বিকল্প নৌপথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।’

সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাবাজার ঘাট ঘুরে দেখে গেছে, দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত ঢাকাগামী অনেক যাত্রী ঘাট থেকে ফিরে যাচ্ছেন। নৌযান বন্ধ থাকায় অনেকে ঘাটে এসে বিপাকে পড়েছেন। তারা ঘাট এলাকায় এসে নৌযান চলাচল বন্ধ জেনে ফিরে যাচ্ছেন। এদিকে বাংলাবাজার ঘাটে গণপরিবহন প্রবেশও বন্ধ করা হয়েছে। ঘাট এলাকায় জনসভাস্থলের আশপাশের সড়কে পুলিশের চেকপোস্ট বসিয়ে যানবাহন ফিরিয়ে দেওয়া হচ্ছে। 

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এসএসএপের নির্দেশে এই নৌপথে নৌযান বন্ধ রাখা হয়েছে।’