Can't found in the image content. বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে তিতুমীর কলেজ ছাত্রলীগ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে তিতুমীর কলেজ ছাত্রলীগ

সিয়াম মাহমুদ, বিশেষ প্রতিনিধি | আপডেট: শুক্রবার, জুন ২৪, ২০২২

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে তিতুমীর কলেজ ছাত্রলীগ
ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেট-সুনামগঞ্জ-নেত্রকোণাবাসী। সেখানকার প্রতিটি জেলার একেকটি উপজেলা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে অনেকে মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই সিলেট-সুনামগঞ্জ-নেত্রকোণার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এই দুর্যোগে বানভাসি মানুষের জন্য ট্রাকভর্তি খাবার নিয়ে নেত্রকোণা ও সুনামগঞ্জ এলাকায় বিতরণ করেছে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ।

শুক্রবার (২৪ জুন) রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল এর নেতৃত্বে নেত্রকোনার মদনের উচিৎপুর ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও অঞ্চলে কলেজ শাখা ছাত্রলীগের ১৫ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দলকে ত্রাণ বিতরণ করতে দেখা গেছে।

তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, আমরা আজ নেত্রকোনা ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলাতে খাদ্য সহায়তা দেবো। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় আমরা তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ পরিবার আমাদের সাধ্যমত বন্যায় বিপদে পড়া মানুষদের পাশে এসে দাঁড়িয়েছি।  এর পূর্বে আমরা কলেজে বুথ বসিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ সহায়তা তুলেছি। এতে আমাদের দলের নেতাকর্মীরাও আর্থিক সহায়তা করেছে। সবাইকে আহ্বান জানাবো বানবাসীর এই দু’র্দিনে আপনারাও পাশে দাঁড়ান।

ছাত্রলীগের উপহারসামগ্রীতে ছিল- চিড়া, গুড়, স্যালাইন, বিশুদ্ধ পানি, কেক, বাটার বন, বিস্কুট, সাবান, রুটি এবং মোমবাতি, দিয়াশলাইসহ ১১টি প্রয়োজনীয় সামগ্রী।